ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ৯:১২ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
দখলদার ইহুদীবাদি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় পৌরসদরে এ বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন বিভিন্ন মসজিদ-মাদ্রাসা থেকে আগত ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলার ওলামা পরিষদের সভাপতি, মাওলানা গিয়াসউদ্দিন, উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াজিদ, সাধারণ সম্পাদক ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্বারী নুর উদ্দিন আহমেদ, কওমি ঐক্য পরিষদ সভাপতি হাফেজ মোবারক হোসেন, মাওলানা এনামুল হক, মাওলানা নোমান, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ কুতুবুর রহমান, মওলানা হাসিবুর রহমান, মওলানা মুর্শিদুর রহমান, মওলানা ঈসমাইল প্রমুখ।