বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: ইমরান আহমদ
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৫:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
জৈন্তাপুর উপজেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর মেরামত ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব টেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। দুপুর সাড়ে ১২টায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি তার নিজ ইউনিয়নের ডুলটিরপাড় ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও তৃণমুল পর্যায়ের মানুষের অগ্রযাত্রা বাস্তবায়নে তিনি দেশ-কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় গরীব মানুষের কল্যাণে কাজ করছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকার প্রার্থী-কে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল ইসলাম খোকনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ. জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,আওয়ামী লীগ নেতা মকবুল আলী মঙ্গল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, কাতর প্রবাসী শ্রমিকলীগ নেতা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সহ সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে আরএইচডি গ্রামীন সড়ক সিলেট তামাবিল অংশ থেকে হেমু পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও আসামপাড়া থেকে রাংপানি কলেজ পর্যন্ত নবনির্মিত আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন।