আখাউড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১১:০৬:১১,অপরাহ্ন ০১ অক্টোবর ২০২৩
আখাউড়া প্রতিনিধি::
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রবীন হিতৈষী সংঘের সভাপতি মোহাম্মদ কাদিরুজ্জামানের সভাপতিত্বে ও প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন খড়মপুর শাহ্ পীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নাজির হোসেন,দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিজয়নগর বিষ্ণুপুর পূর্বাচল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক সরকার,মোঃ বজলুর রহমানসহ আরো অনেকে।
বক্তারা বলেন প্রবীণরা আমাদের বোঝা নয়, তাঁদের রক্ষনাবেক্ষনের জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। যেকোন দেশেই মোট জনসংখ্যার একটি বিরাট অংশজুড়ে থাকে প্রবীণ জনগোষ্ঠী।