প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১০:০০:০৬,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২৩
সুরমা নিউজঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য আগমন উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৬ টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য আগমন উপলক্ষে এ সভা অনুষ্টিত হয়।
সভায় লন্ডন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো আনহার মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, উন্নয়নের রোল মডেল হিসাবে বংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন বলে সবাই আজ আমাদের সম্মান করে। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে লন্ডন মহানগর আওয়মী লীগ সহ সর্বস্তরের আওয়ামী পরিবারের নেতা কর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ফাইল গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মকলিছ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এলাইছ মিয়া, সহ সভাপতি মইনুল হক, সহ সভাপতি শফিক আহমদ, সহ সভাপতি সৈয়দ এহসানুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনছারুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ছুরুক মিয়া, সহ দপ্তর সম্পাদক লুৎফুর রহমান সায়েদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, যুবলীগের সাধারন সম্পাদক সেলিম খান ,যুবলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জামাল আহমদ খান। সভায় আরো বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমাল নাসের, সাংগঠনিক সম্পাদক সোয়েব আফজল, মানবাধিকার সম্পাদক সায়েক আহমদ,বনও পরিবেশ সম্পাদক নাসির আহমদ, সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, দিলওয়ার হোসেন, নিউহাম আওয়ামী লীগের সভাপতি মুবারক আলী, আহবাব মিয়া, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, নাজমুল হক, আব্দুল বাছিত, আনছার আলী, মাহমদ আলী, সোনা মিয়া, মামুন কবির চৌ, আয়াছ মিয়া, পংখী খান, আব্দুর রাজ্জাক গৌরব, বাবুল খান সাংগঠনিক সম্পাদক যুবলীগ, আহবাব মিয়া, ছাদেক কুরাইশি, সামছুউদিন, বশির উদ্দিন ,সমশাদুর রহমান রাহিন সহ সভাপতি যুবলীগ, সেবুল ইসলাম, খছরুজজামান খছরু সহপ্রচার সম্পাদক, নাজিমুল হক নাজমুল সাউথ লন্ডন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।