আখাউড়ায় ইউসুফ সারোয়ারের মৃত্যু, সাংবাদিক মহলে শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ৭:৩০:১৬,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০২৩
আখাউড়া প্রতিনিধি::
শ্রদ্ধা ভালোবাসা আর অশ্রম্নসজল নয়নে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীন সাংবাদিক মোঃ ইউসুফ সারোয়ার (৭৩) কে চির বিদায় জানালো স্বজনরা। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় পৌরশহরের রাধানগরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্না নিল্লাহে… রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ২টায় পৌরশহরে নারায়নপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় আত্মীয়—স্বজন, বন্ধু—শোভাকাঙ্খী,রাজনৈতিক দলের নেতাকমীর্, সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি,আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন,জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খাঁন, মরহুমের ছেলে সাংবাদিক ফজলে রাব্বি।
বক্তারা বলেন, মরহুম মোঃ ইউসুফ সারোয়ার একই সাথে একজন বরেণ্য রাজনীতিবিদ, সাংবাদিক ও সামাজিক সালিশকারক ছিলেন। তিনি অত্যন্ত বড় মাপের, বড় মনের একজন মানুষ ছিলেন। তিনি রাজনীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সকলের সাথে মিলেমিশে কাজ করেছেন। সাংবাদিকতা মহান নিয়োজিত থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন।
জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও আখাউড়ার সর্বস্তরের সাংবাদিক সমাজ, আখাউড়ার প্রেসক্লাব,জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। দীর্ঘ ৪ দশকের সাংবাদিকতা জীবনে ইউসুফ সারোয়ার দৈনিক ইনকিলাব, দৈনিক রূপসী বাংলা (কুমিল্লা) পত্রিকায় আখাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া মাসিক আখাউড়া সংবাদ এর সম্পাদক ছিলেন।
এদিকে, সাংবাদিকতার পাশাপাশি ইউসুফ সারোয়ার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সাধারণ বীমা কর্পোরেশনের আখাউড়া অফিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন শেষে কয়েক বছর আগে চাকুরী থেকে অবসরে যান।
সাংবাদিক ইউসুফ সারোয়ারের মৃত্যুতে আখাউড়ার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক নেতাকে হারিয়ে শোকাভিভূত হয়ে পড়েছেন সাংবাদিকরা।
সকালে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তাকে শেষ বারের মতো দেখতে বাড়িতে ছুঁটে যান আত্মীয় স্বজন, বন্ধু— শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সাংবাদিক সমাজ।