সিলেটে ফের ভূমিকম্প অনুভূত
প্রকাশিত হয়েছে : ১২:০০:৫১,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০২৩
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৪টা ১৮ মিনিটের দিকে সৃষ্টি হওয়া এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৪।
সিলেট আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর উৎপত্তিস্থল ভারতের আসামে।
বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর কেন্দ্রস্থল ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে সাড়ে নয় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। যেখান থেকে বাংলাদেশের সিলেট সীমান্তের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
এ সময় সিলেট নগরীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এ নিয়ে গত ২৫ দিনে তিনবার ভূকম্পন অনুভূত হলো। এর আগে গত ১৪ আগস্ট ৫ দশমিক ৫ মাত্রা ও সবশেষ ২৯ আগস্ট ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয় সিলেটে।