মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এরশাদ সম্পাদক শংকর
প্রকাশিত হয়েছে : ১১:৫০:৪০,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০২৩
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জে মাধবপুরে উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে এরশাদ আলী (সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের শংকর পাল চৌধুরী। তিনি পেয়েছেন ১৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলহাস উদ্দিন রিংকু পেয়েছেন ৭ ভোট। সহসভাপতি পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক জননী পত্রিকার সুজন রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কায়েস আহমেদ সালমান পেয়েছেন ৬ ভোট। এর আগে সিনিয়র সহসভাপতি পদে তোফাজ্জল হোসেন চৌধুরী (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে হামিদুর রহমান(বাংলা টিভি) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
গত ২ সেপ্টেম্বর মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ শাহীন মিয়া। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এমএম গাউস ও ত্রিপুরারী দেবনাথ তিপু।
মোট ২৭ জন ভোটারের মধ্যে আজকের নির্বাচনে ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২ টায় শেষ হয়।