নবীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরীর উপর হামলার ঘটনায় ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এদিকে এঘটনার নিন্দা জানিয়েছেন কর্মরত সাংবাদিকরা।
গতকাল সাংবাদিক তৌহিদ চৌধুরী বাদী হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমনজারি করে আদেশ দেন।
মামলার আসামীরা হলেন- মাসুম আহমেদ জীবন (৩০), আরিফ হাসান (১৯), বদরুল আলম লিমন (৩২), ফয়ছল আহমেদ (৩০), নাঈম আহমেদ (৩২)।
মামলা সূত্রে জানা যায়- প্রায় ১ বছর পূর্বে আসামী মাসুম ও তার লোকজনের বিরুদ্ধে মারামারি সংগঠিত করার ঘটনা নিয়ে সাংবাদিক তৌহিদ চৌধুরী দৈনিক জাতীয় অর্থনীতিসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিউজ করেন। এনিয়ে মাসুম ও তার লোকজন সাংবাদিক তৌহিদকে দেখে নেয়ার হুমকি হয়।
এরই জের ধরে গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ শহরের সেন্টাল প্লাজার সামনে জীবনসহ অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক তৌহিদ চৌধুরীর উপর হামলা চালায়। এসময় সাংবাদিক তৌহিদের নগদ ৮ হাজার ৩০০ টাকা ও একটি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন সাংবাদিক তৌহিদ চৌধুরীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
এদিকে সাংবাদিক তৌহিদ চৌধুরীর উপর হামলার ঘটনায় নবীগঞ্জের সকল পর্যায়ের কর্মরত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।