হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২
প্রকাশিত হয়েছে : ৪:১৮:৪০,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দুর্গাপুর এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক জালাল মিয়া ও আরোহী ফরিদ মিয়া।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার উবাহাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী ফারুক মিয়া মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় সিএনজি চালক জালাল মিয়াকে সিলেটে এমএজি উসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে বাহুবল এলাকায় তিনি মারা যান।