মিশিগানে বাংলাদেশি মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:৫৪,অপরাহ্ন ২৪ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি মালিকানাধীন “শাহজালাল হালাল ফুড মার্কেট” নামে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। রাজ্যের ওয়ারেন সিটির রায়ান রোডের ১২মাইলে আগামী শুক্রবার (২৫ আগস্ট) প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি সকলের উপস্থিতিতে এই প্রতিষ্ঠানের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করা হবে। পরবর্তীতে বড় পরিসরে উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে সুপার শপের আদলে গড়া শাহজালাল হালাল ফুড মার্কেট।
উদ্বোধনের আগেই ইতিমধ্যে প্রতিষ্ঠানটিতে ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন শাহজালাল হালাল ফুড মার্কেটের কর্মকর্তারা। তাঁরা জানান- সুপরিসর, আধুনিক ও মানসম্পন্ন পন্যের অঙ্গীকার নিয়ে সুপার মার্কেটের আদলে গ্রাহক বান্ধব ব্যবস্থাপনায় পরিচালিত হবে শাহজালাল হালাল ফুড মার্কেটটি। ক্রেতাদের জন্য প্রতিষ্টানটির রয়েছে সুবিশাল পার্কি ব্যবস্থা।
শাহজালাল হালাল ফুড মার্কেটে বাংলাদেশী সকল প্রকার খাদ্যদ্রব্য ছাড়াও নিত্যদিনের প্রয়োজনীয় গ্রোসারী সামগ্রীসহ দেশী-বিদেশী সকল প্রকার মাছ-মাংস, শাক-সবজী, চাল-ডাল, মরিচ-মশলাসহ সব কিছুই পাওয়া যাবে একই ছাদের নিচে।