মাধবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৩২,অপরাহ্ন ২৩ আগস্ট ২০২৩
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসি রাকিবুল ইসলাম খাঁনের সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাব, মাধবপুর প্রেসক্লাব, মাধবপুর মডেল প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় ওসির সভাকক্ষে এ মতবিনিময় ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এসময় থানার সেকেন্ড অফিসার সামস্ই তাব্রীজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি রাকিবুল ইসলাম খাঁন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।আমি নতুন এসেছি,অপরাধ দমনে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন।
মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক “দৈনিক সংবাদ” প্রতিনিধি মোঃএরশাদ আলী,যুগ্ম আহবায়ক “দৈনিক জনকণ্ঠ” প্রতিনিধি শংকর পাল চৌধুরী , মাধবপুর প্রেসক্লাবের সভাপতি “দৈনিক আমাদের সময়” প্রতিনিধি মোঃ ওলিদ মিয়া,সাধারণ সম্পাদক সাব্বির হাসান, “দৈনিক যুগান্তর ” প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, “দৈনিক দেশরুপান্তর”প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর,” দৈনিক সমকাল”প্রতিনিধি আয়ূব খাঁন,”দৈনিক বাংলা” প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম,”বাংলা টিভি” প্রতিনিধি হামিদুর রহমান, আজিজুর রহমান জয়, প্রমুখ।