আবারো শাবিতে রুমে ডেকে কর্মীকে মারধর করলো ছাত্রলীগ নেতা!
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:৫৮,অপরাহ্ন ২০ আগস্ট ২০২৩
সুরমা নিউজ:
আবারো রুমে ডেকে নিজ গ্রুপের কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোজাহিদুল ইসলাম রিশাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০২৬ নং কক্ষে থাকেন। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের প্রভোস্ট বরাবর একটি অভিযোগপত্র দেন ভুক্তভোগী শিক্ষার্থী নুর মো. বায়েজিদ। বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়ার অনুসারী। তবে এ গ্রুপে সুমন মিয়া ও মোজাহিদুল ইসলাম রিশাদ সহ ৪ জন নেতা সমন্বিতভাবে নেতৃৃত্ব দিয়ে যাচ্ছেন। নুর মো. বায়েজিদ বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে আমাদের গ্রুপের অন্যতম নেতা মোজাহিদুল ইসলাম রিশাদ আমাকে তার রুমে ডাকেন।
সেখানে গেলে তিনি আমাকে গালাগালি, মারধর ও মেরে ফেলার হুমকি দেন। তার রুমে প্রায় ৪৫ মিনিট ছিলাম। তার সঙ্গে এমন আচরণ করার কারণ জানতে চাইলে বায়েজিদ বলেন, হলে যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের ভর্তি হতে প্রভোস্ট নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আলাপ করতে আমাদের গ্রুপের ব্যাচমেটদের নিয়ে একটি মিটিং ডেকেছিলাম।
রিশাদকে না জানিয়ে কেন মিটিং ডাকলাম সেজন্য তিনি আমার সঙ্গে এ ধরনের আচরণ করেছেন। অভিযোগের বিষয়ে গ্রুপের নেতা মোজাহিদুল ইসলাম রিশাদকে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। ঘটনার বিষয়ে এ গ্রুপের সিনিয়র নেতা সুমন মিয়া বলেন, আসলে যে ঘটনা ঘটেছে সিনিয়র হিসেবে বায়েজিদের সঙ্গে এরকম আচরণ করা রিশাদের উচিত হয়নি। আমরা গ্রুপের সবাই বসে এ বিষয়ে সমাধানের প্রক্রিয়া চেষ্টা করছি। এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, একটি অভিযোগপত্র পেয়েছি। ঘটনার তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।