মায়ের চেয়ে ছেলে ১৩ বছরের বড়!
প্রকাশিত হয়েছে : ১:৫২:৪৯,অপরাহ্ন ১২ আগস্ট ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের সন্তোসা গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে মো. মালেক শেখের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মায়ের চেয়ে ছেলের বয়স ১৩ বছর বেশি। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, মায়ের জন্ম ১৯৫০ সালের ২৬শে মার্চ। কিন্তু ছেলের জন্ম ১৯৩৭ সালের ১৯শে আগস্ট। অর্থাৎ, মায়ের ১২ বছর ৭ মাস আগে ছেলের জন্ম হয়েছে। এমনই এক ভুল হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্রে। গুরুত্বপূর্ণ এই এনআইডি কার্ডের ভুলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে আব্দুল মালেককে। হতে হচ্ছে নানা বাধার সম্মুখীন। রিতিমতো হাসি তামাশার স্বীকার হতে হচ্ছে ভুক্তভোগী ছেলেকে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের বারবার চেষ্টা করেও সফল হননি তিনি।
অবশেষে তিনি গত বুধবার শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পাদন করেছেন।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন জন্মসনদে তার সঠিক জন্ম তারিখ ১৯৭৭ সালের আগস্ট মাসের ১৯ তারিখ। কিন্তু জাতীয় পরিচয়পত্রে ভুল জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৩৭ সালের ১৯শে আগস্ট। যা সঠিক নয়। জাতীয় পরিচয়পত্রের ভুলের বিষয়ে মালেক শেখ জানান, জন্ম তারিখ ভুলের জন্য দীর্ঘদিন হলো ভোগান্তি পোহাতে হচ্ছে। বার বার চেষ্টা করেও আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারিনি। আমার জাতীয় পরিচয়পত্রে যে জন্ম তারিখ লেখা আছে সে অনুযায়ী বাবা-মা’র আগে আমার জন্ম। ভুল আইডি কার্ড নিয়ে কোথাও কাজে গেলে হাসি তামাশার স্বীকার হতে হয়। তাই আমি দ্রুত জাতীয় পরিচয়পত্রটি সংশোধন চাই। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রয়োজনীয় কাগজআদীসহ আবেদন করলে ক্যাটাগরি অনুযায়ী তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।