সিলেটে ডেঙ্গু প্রতিরোধ: একযোগে মাঠে নামছে সকল প্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১০:০০:০০,অপরাহ্ন ১০ আগস্ট ২০২৩
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে এবার মাঠে নামছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী রোববার থেকে প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি প্রতিটি মসজিদ থেকে সচেতনতামূলক প্রচার ও মাইকিং করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এর আগে গত সপ্তাহে একটি স্কুলের শিক্ষার্থীরা নগরীর ২০ নং ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।
স্থানীয় সরকার সিলেট বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক হোসেন পরিচালিত সভায় জানানো হয়, আগামী রোববার থেকে সিলেট সিটি করপোরেশন, জেলার সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে একযোগে সব দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। মসজিদে জোহর ও এশার আজানের আগে এবং জুমার নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচার করতে হবে।
সভায় জেলা সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকোশলী, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা, সিলেট চেম্বারের সভাপতি, ক্যাব সিলেট সভাপতি, ধর্মীয় প্রতিষ্ঠান, জেলা আনসার কমান্ড্যান্ট, বিএনসিসি-স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
খবর: সমকাল