সংবাদ প্রকাশের জেরে মাদক ব্যবসায়ীদের ঝটিকা মিছিল!
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:০৪,অপরাহ্ন ০৯ আগস্ট ২০২৩
সাতক্ষীরা প্রতিনিধি::
সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র সম্পাদকের বিরুদ্ধে ঝটিকা মিছিল করেছে মাদক ব্যবসায়ীরা। বুধবার বিকাল ৬টার দিকে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে জেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদুল আলম বিবিসি, মিজান ও রুবেল নেতৃত্বে এই ঝটিকা মিছিল বের হয়।
মিছিলে উপস্থিত ছিল খুলনা রোড মোড়-বাস টার্মিনাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দাঁতাল সাইদুল, মামুন, সাইফুল, আব্দুল হাই, আকাশ, রনি, আলি, ইন্তিসহ শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যরা।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাতে এই মাদক সিন্ডকেট গ্রুপের অন্যতম হোতা রেজাউলকে ডিবি পুলিশ সদর হাসপাতালের সামনে থেকে ইয়াবা-গাজাসহ গ্রেপ্তার করার পর থেকে বেপরোয়া হয়ে উঠে। চিহ্নিত মাদকাসক্ত ও ব্যবসায়ী মিজান রুবেল, মাহমুদুল আলম মাদক সেবন করে বাস টার্মিনালের শ্রমিকদের মারপিট করা শুরু করে। উক্ত ঘটনায় শ্রমিক লীগ নামধারী ওইসব মাদক সেবী বিশেষ করে মাহমুদুল আলম বিবিসির ইয়াবা সেবনের সচিত্র সংবাদ প্রকাশ হওয়ায় মাদকসেবী গ্রুপের সদস্যদের গাত্রদাহ শুরু হয়। এরই জেরে আজ বিকালে তারা পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে ঝটিকা মিছিল বের করে।
এদিকে, মাদকসেবী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের এহেন কর্মকান্ডে হতভম্ব জেলার সচেতন মহল। তারা এসব চিহ্নিত মাদক সেবীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানে পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন। যাতে ভবিষ্যতে আর কোন মাদকসেবী ও ব্যবসায়ীরা জেলা আওয়ামী লীগের একজন সংগ্রামী নেতার বিরুদ্ধে এমন দুঃসাহস দেখাতে না পারে।