মিরসরাইয়ে উপহারের ঘর পেয়েছে ৮৫ টি ভূমি ও গৃহহীন পরিবার
প্রকাশিত হয়েছে : ৯:৩০:১৭,অপরাহ্ন ০৯ আগস্ট ২০২৩
মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে চর্তুথ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ৮৫টি ভূমি ও গৃহহীন পরিবার। বুধবার (৯ আগস্ট) গনভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনের পর মিরসরাই উপজেলা মিলনায়তনে ভূমিহীন পরিবারগুলোকে ঘরের দলিল বুঝিয়ে দেন নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
এসময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানূর রহমানের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রানী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম প্রমুখ।
ইছাখালীতে আবাসন প্রকল্পে ঘর পাওয়া অর্চনা রানী নাথ বলেন, আমি ভাবতেও পারিনি জমি সহ পাকা ঘর পাবো। প্রধানমন্ত্রী ঘর দিয়েছে বলেই আমার অসুস্থ মেয়েকে নিয়ে মাথা গোঁজার একটি ঠাঁই হয়েছে।
জানা গেছে, মিরসরাইয়ে চতুর্থ পর্যায়ে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ও ইছাখালী ইউনিয়নে ৮৫টি ঘর দেয়া হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেয়া নামগুলো যাচাই বাছাইয়ের পর ৮৫জন ভূমি ও গৃহহীন পরিবারকে শনাক্ত করা হয়। দুই শতক জমিসহ আধা পাকা ঘরগুলোতে রয়েছে বরান্দা, বেড, কিচেন ও বাথরুম।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, চর্তুথ পর্যায়ে মিরসরাইয়ে ৮৫টি ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার দলিল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো বুঝিয়ে দেয়া হয়।