সিলেট মোবাইল পাঠাগারের ৮২২তম সাহিত্য আসর সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ
সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, দেওয়ান ছনুবর রাজা চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। যুগে যুগে সমাজ হিতৈষী ব্যক্তিকে সমাজ মূল্যায়ন করে। দেশ সমাজ ও মানুষের কল্যাণের প্রাণপুরুষ ছিলেন তিনি।
তিনি শনিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮২২তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক ও প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন ঔপন্যাসিক সিরাজুল হক।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার সাজিদুর রহমান, কবি কামাল আহমদ, এম এ খায়ের প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন শিল্পী সাজিদুর রহমান।