আখাউড়ায় দলিল জালিয়াতির মাধ্যমে নাম খারিজ
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:৫৯,অপরাহ্ন ২০ মে ২০২৩
আখাউড়া প্রতিনিধি:
আখাউড়ায় রেজিস্ট্রি দলিলের পাতা বদল করে জালিয়াতির মাধ্যমে নামখারিজ করার অভিযোগ উঠেছে পৌরশহরের তারাগন গ্রামের মৃত খোকন খানের ছেলে নাহিদ খানের বিরুদ্ধে। রেজিস্ট্রিকৃত অছিয়ত দলিলের দুইটি পাতায় সাব রেজিস্ট্রি অফিসের সীল মোহর ও সই জাল করে নামখারিজ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাহিদ খানের চাচাতো ভাই জুয়েল খান উপজেলা পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান সেল্ফি ফ্যাশনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ওইসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জুয়েল খান তার লিখিত বক্তব্যে বলেন, এ সম্পত্তিতে আমারও স্বার্থ জড়িত রয়েছে। আমাদের পূর্ব পুরুষের পৈত্রিক সম্পত্তি আমার চাচা মৃত খোকন খান তার নামে বিএস খতিয়ান রের্কড করেন এবং মারা যাওয়ার আগে এক ছেলে ও পাঁচ মেয়ের নামে গত ০৩/০৪/২০২২ইং তারিখে আখাউড়া রেজিস্ট্রি অফিসের ১৩ নং অছিয়ত নামা দলিল করে যান। আমার চাচার মৃত্যুর পর আমার চাচাতো ভাই মো. নাহিদ খান অছিয়ত নামা দলিলের তফছিলের পাতা বদলিয়ে সেখানে পরিমাণ কমবেশি করে তার নামে ৫০৯২/২২-২৩ মোকদ্দমা মূলে নাম খারিজ করেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে, উক্ত খারিজের আবেদনে দাখিলকৃত দলিলের তফছিলের দুটি পাতা মূল দলিলের পাতার সাথে গড়মিল রয়েছে। তিনি আরও অভিযোগ করেন আখাউড়া রেজিস্ট্রি অফিসের একজন মুহুরির সহকারীর সহায়তায় তার ভাই নাহিদ খান সরকারি সীল মোহর তৈরি করে অছিয়ত দলিলের পাতা দুটি পরির্বতন করে তার নামে পরিমাণে বেশি খারিজ করেন। এ বিষয়ে তিনি লিখিত আকারে উপজেলার সহকারি কমিশনার ভ‚মি ও সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে নাহিদ খান বলেন, আমার বিরুদ্ধে আমার চাচাতো ভাই জুয়েল খান মিথ্যা অভিযোগ করেছে। উল্লেখিত সম্পত্তি আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি এবং ওই নামখারিজে পরিমাণ ভুল হওয়ায় তা সংশোধনের জন্য আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আখাউড়ার সাব-রেজিস্ট্রার সায়মন ইমতিয়াজ বলেন, আমার অফিসের রেজিস্ট্রিকৃত দলিলে কোন জালিয়াতি হয়নি। অফিসের বাইরে কি হয়েছে তা আমি জানি না।