নবীগঞ্জে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিক প্রতিনিধি নিয়ে চরম হট্টগোল
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:৪৮,অপরাহ্ন ০১ মে ২০২৩
নবীগঞ্জ প্রতিনিধি ::
নবীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাংবাদিক প্রতিনিধি নিয়োগ নিয়ে চরম হট্টগোলের সৃষ্টি হয়। এসময় স্থানীয় চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে হট্টগোলের বিষয়টি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করা হয়।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ হট্টগোলের সৃষ্টি হয়।
জানা যায়- নবীগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিকরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েন। আইন শৃঙ্খলা কমিটির সদস্য নিয়ে বিরোধ চরম আকার ধারণ করলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিষ্পত্তি করবেন। পরে এ নিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবে দু দফায় বৈঠকে বসে নবীগঞ্জ প্রেসক্লাবে উভয় কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি গঠন করার লক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়। আইন শৃঙ্খলা কমিটির সদস্য পদ স্থগিত করা হয়।
রোজা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণায় একটু বিলম্ব করেন। এরই সুবাদে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার হবিগঞ্জ প্রেসক্লাবের সিদ্ধান্ত অমান্য করে কৌশলে দুই তিন জন সাংবাদিক’কে আইন শৃঙ্খলা কমিটির সভায় নিমন্ত্রণ করে বিরোধ তীব্রভাবে উস্কে দেন। ফলে একাধিক সাংবাদিক আইন শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। বিষয়টি নিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ইউএনও বিষয়টি অস্বীকার করেন। পরে এনিয়ে নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তীব্র হট্টগোল হয়। পরে আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে সভাপতি ইউএনও ইমরান শাহরীয়ার জানান- আগামী সভায় এরকম কাজ হবে না, নবীগঞ্জ প্রেসক্লাবের বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তীতে আর কোন সাংবাদিককে দাওয়াত করা হবে না। হবিগঞ্জ প্রেসক্লাবের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ইমদাদুর রহমান মুকুল, নির্মলেন্দু দাশ রানা, নোমান হোসেন, ছালিক মিয়া, হাবিবুর রহমান হাবিব, সাদিকুর রহমান শিশু, আক্তার মিয়া ছোবা, রঙ্গলাল দাশ, বাবুল দেব, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সভাপতি রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, মিনি বাস মালিক সমিতির সভাপতি ছামাদুল হক চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলী প্রমুখ।