মাধবপুরে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:৫৮:৫৯,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২৩
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদকে সামনে রেখে মহাসড়কে ঈদ যাত্রা নিরাপদ করতে চালকসহ বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিদের নিয় সভা করেছে হাইওয় পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ২:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্টিত হয়। মাধবপুর উপজেলা নিবাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে সিলেট অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র হাবিবুর রহমান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, আইযূব খান ও এরশাদ আলী প্রমুখ আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক শংকর পাল চৌধুরী, শেখ জাহান রনি, ত্রিপুরারী দেবনাথ, নাহিদ হাসানসহ অনেকেই।