মাধবপুরে গণহত্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৭:১৬:৫৬,অপরাহ্ন ২৫ মার্চ ২০২৩
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ কালোরাত্রির ঐতিহাসিক গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান। আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি হাসানুজ্জামান ওসমান, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর, সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ প্রমুখ।
বক্তাগন গভীর শ্রদ্ধার সাথে গণহত্যার শিকার দেশপ্রেমিকদের স্মরণ করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে গণহত্যা বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।