মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:২৩,অপরাহ্ন ১৬ মার্চ ২০২৩
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ গফুর মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গফুর মিয়া নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ছেলে শাহীন মিয়ার সুত্রে জানা যায়, মোঃ গফুর মিয়া আজ সকালে তার নতুন বসতঘরের বারান্দার উপরে ছাঁদে পানি টাংকি স্থাপনের সময় ছাঁদের উপর থাকা পল্লী বিদুৎ এর মেইন লইনের তারে অসতর্কবশত বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তার স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়িতে তার মৃত্যু হয়।
নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।