মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
প্রকাশিত হয়েছে : ৭:৪১:০৭,অপরাহ্ন ০৭ মার্চ ২০২৩
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে নির্মিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে, অন্যদের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন করেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া, সহকারী কমিশনার(ভূমি) রাহাত বিন কুতুব, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার ত্বোয়াহা ইয়াসিন হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সাত্তার বেগ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাস গুপ্ত, পৌর আ’লীগ আলমগীর হোসেন টিপু, যুবলীগ সম্পাদক আবুল কাশেম, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর।
আলোচনা সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।