লাখাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:৫৩,অপরাহ্ন ০৬ মার্চ ২০২৩
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের মনতৈল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুনু মিয়া ।
নিহতরা হলেন, উপজেলার ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (২৪) ও সিরাজুল ইসলামের ছেলে মো. স্বাধীন (২৫)।
জানা যায়, নিহত নজরুল ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান কার্নিভালে কর্মরত ছিলেন। উপজেলার করাব গ্রামে কাজ শেষে বাড়ির দিকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ওসি নুনু মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নজরুল নামে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অপর মোটরসাইকেল চালক স্বাধীন সোমবার (৬ মার্চ) সকালে সিলেট এমএ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।