মাধবপুরে জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৭:০৬:০৪,অপরাহ্ন ০২ মার্চ ২০২৩
মাধবপুর প্রতিনিধিঃ
“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন অফিসের সহকারী হুমায়ূন, কবির সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাস গুপ্ত, ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন, মীর খোরশেদ আলম, মোঃ মাহাবুর রহমান সোহাগ, মোঃ মাসুদ খান, সৈয়দ আতাউল মোস্তফা সুহেল, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, পৌর আ’লীগ সভাপতি শাহ মোঃ সেলিম, সাধারণ সাম্পাদক আলমগীর হোসেন টিপু, যুবলীগ আহ্বায়ক একরামুল আলম লেবু, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিক নাজিম প্রমুখ।