হবিগঞ্জে চুরি করতে গিয়ে ধরা পড়লো ‘ধর্ষক’
প্রকাশিত হয়েছে : ৬:১৩:৪০,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাটে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন ধর্ষণ মামলার আসামি শাহ আলম মিয়া। বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাহ আলমকে আদালতে হাজির করলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকার ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। শাহ আলম চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের আব্দুল নূর প্রকাশ মধু মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শাহ আলম গত বছরের ২ সেপ্টেম্বর এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি। বৃহস্পতিবার চন্দনা গ্রামে চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে সে ধর্ষণ মামলারও আসামি।
ওসি জানান, চন্দনা গ্রামের বাকপ্রতিবন্ধী এক নারী গত বছরের ১ সেপ্টেম্বর ঘরে একা ছিলেন। দুপুরে তিনি বাথরুমে গোসল করছিলেন। এ সময় শাহ আলম বাথরুমে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি চিৎকার করতে পারেননি। ঘটনার পরদিন ধর্ষণের শিকার নারীর বাবা চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।