সুরমানিউজে সংবাদ প্রকাশের পর বালাগঞ্জের আলোচিত সেই প্রধান শিক্ষককে শোকজ
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:৫১,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২৩
সুরমা নিউজ:
“বালাগঞ্জে উচ্চ বিদ্যালয় বন্ধ করে বিয়ের আপ্যায়নে প্রধান শিক্ষক” শিরোনামে সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদের পর বালাগঞ্জের আলোচিত সেই প্রধান শিক্ষক মো. রোকন উদ্দিনের বিরুদ্ধে শোকজ পত্র প্রেরণ করেছে উপজেলা মাধ্যমিক দপ্তর। বিদ্যালয় নির্ধারিত সময় থেকে বেলা ৪টা পর্যন্ত চলবে। দুপুর ২টায় বিদ্যালয় বন্ধ করে যাওয়ার অভিযোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার গালিমপুর হুরুন্নেচ্ছা খানম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজ নোটিশ দেওয়া শিক্ষকের নাম মো. রোকন উদ্দিন। তিনি উপজেলার গালিমপুর হুরুন্নেচ্ছা খানম উচ্চ বিদ্যালয়ে কর্মরত।
গতকাল বুধবার (০৮ ফেব্রুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। রোকন উদ্দিনের বিরুদ্ধে নিজের খেয়াল খুশিমতো আইন বানিয়ে বিদ্যালয় বন্ধ, শিক্ষক ও শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককের সংরক্ষিত ছুটি মুঠেই বৈধ হয় নাই স্বীকার করে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুহাম্মদ বজলুর রশিদ বলেন, ঐচ্ছুক ছুটি নিতে হলে এর আগের দিন নোটিশ করতে হবে। তবেই সেটা বৈধ ছুটি হবে। (গত ০৬ ফেব্রুয়ারি) সোমবার নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধ করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান তিনি।