অস্ত্রোপচার করে গরুর পেটে মিলল ৬৫ কেজি প্লাস্টিক!
প্রকাশিত হয়েছে : ১২:৫১:৪৮,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০২২
সুরমা নিউজ ডেস্কঃ
সম্প্রতি ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি পশু হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর একটি ঘটনা। ওই হাসপাতালে ছয় বছর বয়সী একটি গরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা।
গরুটির মালিকের নাম পরমেশ্বমরম। গরুটি খাওয়া-দাওয়া ছেড়ে দিলে তাকে গতমাসে পুশু হাসপাতালে নিয়ে আসেন গরুটির মালিক।
চিকিৎসকরা ওই গরুর বেশ কয়েকটি পরীক্ষা করান। তখনই পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিসের অস্তিত্ব পাওয়া যায়। গরুটির পেটে প্লাষ্টিক ও ধাতব পদার্থের বর্জ্য ধরা পড়ে। এর ফলে গরুটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এরপরেই চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচার করে ওই গরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেন চিকিৎসকরা। এই ঘটনায় চিকিৎসকরা হতভম্ব হয়ে যান। পাকস্থলিতে এতো প্লাস্টিক এবং ধাতব বর্জ্য নিয়ে গরুটি কিভাবে বেঁচে ছিল তা ভেবেই তারা হতভম্ব হয়ে পড়েন। চিফ ক্লিনিক্যাল পশু চিকিৎসক ডাক্তার বৈরাসামির নেতৃত্বে চিকিৎসকরা এই অস্ত্রোপচার চালান।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় বৈরাসামি বলেন, ‘সমস্ত বর্জ্যে একসাথে দলা পাঁকিয়ে গিয়েছিল এবং তার পেটের একটি বড় অংশ জুড়ে ছিল। তাই এটিকে সাবধানে অপসারণ করতে তিন ঘন্টা সময় লেগেছে। অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। এরপর প্রাণীটি আবার খাদ্য গ্রহণ শুরু করে। ’
তিনি সিটি কর্পোরেশনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। পশুগুলোকে রাস্তায় না ছেড়ে চারণভূমিতে ছেড়ে দেওয়ার অনুরোধও করেন পশু মালিকদের।
সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।