বন্যার্তদের পাশে নেই এমপি মোকাব্বির, ত্রাণ নিয়ে ছুটছেন সাবেক এমপি এহিয়া
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ১১:৩৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যাকবলিত হয়ে পড়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, রামপাশাসহ অনেক ইউনিয়নে প্লাবিত হয়েছে বাড়িঘর, হাটবাজার, গুচ্ছগ্রাম, ধর্মীয় উপসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। পানিতে তলিয়ে গেছে বোরো ফসল, আউশ ধানের বীজতলা ও সবজি ক্ষেত। আকস্মিক এই বন্যায় উপজেলার ওই তিনটি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়ায় চরম দুর্ভোগ-ভোগান্তিতে দিন কাটছে তাদের। মানবেতর জীবনযাপন করছেন ওইসব এলাকার পানিবন্দী মানুষ।
এমন পরিস্থিতিতে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বন্যার্তদের পাশে নেই। টানা বন্যায় পানিবন্ধি মানুষের খোজ খবর না নেয়ায় মোকাব্বির খানকে নিয়ে বন্যার্ত মানুষের মুখে নানা আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। বিভিন্ন ফেসবুক লাইভে এমপিকে গালমন্দের পাশাপাশি এমন আলোচনা সমালোচনা করতে শুনাগেছে।
তবে এমপি না থাকলেও ত্রাণ নিয়ে এসকল পানিবন্ধি মানুষের পাশে রয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
বন্যায় পানিবন্ধি হয়ে উপজেলার লাখ লাখ মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছেন এমন সময়ে এসব অসহায় মানুষের পাশে ঢাল হয়ে দাড়িয়েছেন তিনি। দিনভর এসব মানুষের দুয়ারে দুয়ারে ছুটছেন ত্রান নিয়ে।
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা হলে তারা জানান, আমরা বেশ কয়েকদিন ধরে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছি। এমন অবস্থায় আমাদের স্থানীয় এমপি মোকাব্বির খান আমাদের খোঁজ খবর নেয় নি। তবে আমাদের সাবেক এমপি এহিয়া সব সময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদেরকে ত্রান দিচ্ছেন। এমপি হলে এহিয়ার মতো এমপি হওয়াই উচিত। আগামী নির্বাচনে তিনি দাড়ালে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এমপি নির্বাচিত করবো।
ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, আমি এখন জনপ্রতিনিধি নই, তবুও আমার অবস্থান থেকে দুর্গত মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে যাচ্ছি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ত্রান বিতরণ অব্যাহত রাখছি। আমি যখন এই জনপদের এমপি ছিলাম তখন বন্যা পরিদর্শনে সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী এসেছিলেন এবং এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ দিয়েছিলেন।
তিনি বলেন, বর্তমানে হয়তো সংসদ সদস্য পরিবর্তন হয়েছেন, কিন্তু অতীতের সেই সরকার এখনও ক্ষমতায় আছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অতীতের ন্যায় এবারও বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে দাড়ানোর আহবান জানাই। মানুষ এই অবদান চিরকৃতজ্ঞের সাথে স্মরণ রাখবে।
পাশাপাশি বন্যা দুর্গতদের সাহায্যে এলাকার বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান ইয়াহ্ইয়া চৌধুরী।