নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, বিদ্যুৎকর্মীদের মারধর
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২২, ৪:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের তানিশা আক্তার (৫) নামের এক শিশু বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। তানিশা আক্তার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল মালিকের মেয়ে।
জানা যায়, শনিবার রাতে কালবৈশাখীতে উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ মাটিতে পড়ে যায়।
খেলা করতে গিয়ে অসাবধানতার কারণে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।
ঘটনার পর বিদ্যুৎকর্মীরা বৈদ্যুতিক খুঁটি মেরামতের জন্য ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসী উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎকর্মীদের উদ্ধার করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।