লাখাইয়ে হাওর রক্ষা বাঁধ ও পানিতে তলিয়ে যাওয়া জমি পরিদর্শনে হবিগঞ্জ জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২২, ২:৪৪ পূর্বাহ্ণ
হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং ইউনিয়নের কামালপুর গ্রামের পার্শ্ববর্তি ধলেশ্বরী নদীর ৩নং ব্লকের দক্ষিণ পাড়ে কেছকি ঢালার নদী ভাঙ্গন এলাকা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ সংস্কার কাজ তদারকি ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে যাওয়া ভাটি অঞ্চলের একমাত্র ফসলী জমি পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশতার জাহান ।
মঙ্গলবার ৫ এপিল সকালে লাখাই উপজেলার হাওর ভাটি অঞ্চল নামে খ্যাত ১ নং ইউনিয়নের কামালপুর হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ সংস্কার কাজ পরিদর্শন করে কৃষক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন। পরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ সংস্কার কাজ তদারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ উদ্দীন কে হাওরের ফসল রক্ষা এ বাঁধে কাজের মান ভালো হওয়া নিয়ে তাদের মতামত তুলে ধরে বলেন বাধে ফাটল দ্রুত সংস্কার করে সংশ্লিষ্ট কমিটির বিল পরিশোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে তাগিদ দেন।
এ সময় লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহাম্মদ রুপন জানান বাঁধ নির্মাণ করেও এখনো বিল পাইনি পরে জেলা প্রশাসক বিল পরিশোধ করে এ বাঁধে আরো কিছু কাজ ও ফাটলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ উদ্দীন ফসল রক্ষা বাঁধ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এ সময় স্থানীয়রা জানান হঠাৎ করে পানি বৃদ্ধি হওয়ায় স্বজনগ্রাম, শিবপুর, জরিপপুর নিম্নাঞ্চলের প্রায় ৩০০ থেকে ৩৫০ একর জমি কোন কোন স্হানে আদা ও কোন কোন স্হানে সব তলিয়ে গেছে। বাঁধের দেওয়াল দিতে হবে । এসময় লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহাম্মদ রুপন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদার উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল হাসন উপশহর প্রকৌশলী মোঃএকরামুল হক জেলা প্রশিক্ষণ অফিসার মোঃআশেক পারবেজ,উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলিনুর, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত উপ কৃষি অফিসার অমিত ভট্টাচার্য এসএপিও জ্যোতিলাল গোপ, উপস্থিত ছিলেন।