লাখাইয়ে মদনটাক পাখি উদ্ধার, বনবিভাগে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৪৬,অপরাহ্ন ০১ এপ্রিল ২০২২
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা থেকে বিপন্ন প্রজাতির একটি মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার পূর্ব সিংহগ্রামের বাসিন্দা মামুন মিয়ার পুকুরপাড়ে অসুস্থ অবস্থায় পাখিটি পাওয়া যায়। সন্ধ্যায় স্হানীয়রা হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে খবর দেন।
শুক্রবার (১ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কমকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীসহ অফিস স্টাফরা পাখিটিকে উদ্ধার করে অফিসে নিয়ে আসেন।
তোফায়েল আহমেদ চৌধুরী জানান, উদ্ধার হওয়া মদনটাক পাখিটির চিকিৎসা চলছে। পাখিটি দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করেন স্থানীয় লোকজন বলেন এ রকম পাখি আর জীবনে দেখিনি।