দিরাইয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২২, ৯:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার চান্দপুর গ্রামের পাশ্ববর্তী বালি বিলের একটি গর্ত থেকে ৩ জনের লাশ পাওয়া গেছে।
তারা হলো- প্রমিত দাস (৫), রক্তিম দাস (৬) ও বৃন্দা (৭)। তারা সবাই একই গ্রামের বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে শিশুরা বাড়ির পাশে খেলা করছিল। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর বালি বিলের পাশে একটি গর্তে শিশু তিনটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পান তাদের স্বজনরা। ধারণা করা হচ্ছে- শিশুরা খেলতে খেলতে গর্তে পড়ে ডুবে যায়। এরপর সেখান থেকে উঠতে না পেরে মৃত্যুর মুখে ঢলে পড়ে।
দিরাই থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।