নানার সঙ্গে গোসলে গিয়ে নিথর হয়ে ফিরল সাত বছরের নাতি
প্রকাশিত হয়েছে : ১১:২৭:০০,অপরাহ্ন ৩১ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় নানার সঙ্গে গোসলে গিয়ে পানিতে ডুবে মুত্যু হয়েছে তুহিন মিয়া নামে সাত বছর বয়সী এক স্কুলছাত্রের।
বুধবার দুপুরে মোহনপুর ঈদগাঁ এলাকার পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তুহিন মোহনপুর এলাকার রুবেল মিয়ার পুত্র। সে স্থানীয় টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
মৃতের স্বজনরা জানান, তুহিন তার নানার সঙ্গে পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।