বালাগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন, সভাপতি ফারুক সা. সম্পাদক নয়ন
প্রকাশিত হয়েছে : ৪:৫০:১৯,অপরাহ্ন ২৮ মার্চ ২০২২
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফারুক আহমদ সভাপতি ও নয়ন তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু এই কমিটির অনুমোদন দেন।
রোববার (২৭ মার্চ) সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ অনুমোদন হওয়া এসব কমিটির বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলার কাছে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বালাগঞ্জ উপজেলায় সভাপতি হিসেবে ফারুক আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নয়ন তালুকদারকে নির্বাচিত করা হয়েছে। কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমির আলী ও আব্দুর রকিব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবুল আলম তুহিন ও ফতহুল হাসান চৌধুরী শিমুলকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, গেল মাসে (ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বালাগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়।