বিয়ের আসরে এসে আটক হলেন বর
প্রকাশিত হয়েছে : ৯:০২:০১,অপরাহ্ন ২৪ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ে করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, মিকাইল আলীর মেয়ের সঙ্গে একই উপজেলার বগুলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রজব আলীর ছেলে রাশিদ ওরফে শামীমের বিয়ের দিন ধার্য ছিল সোমবার। এদিন বর শামীমের প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পায় কনেপক্ষ।
এদিকে বিয়েবাড়িতে উপস্থিত হন বরপক্ষের লোকজন। এ সময় প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে আসায় শামীম ও তার বাবা রজব আলীকে আটক করেন স্থানীয়রা। পরে বিয়ের আয়োজনের খরচপাতিসহ মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।
কনের ভাই আব্দুস সালাম জানান, বিয়ের দিন আনুষ্ঠানিকতার ঠিক আগমুহূর্তে বর শামীম বিবাহিত বলে জানতে পারেন তারা। তার সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের আলাপকালে বিষয়টি গোপন রাখা হয়।
সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।