২৪ ঘন্টার আগেই বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)রাত সাড়ে ১০টার দিকে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। কিন্তু কমিটি অনুমোদনের ২৪ ঘন্টা পেরোনোর আগেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে বিএনপির কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে কমিটি ঘোষনা করা হয়েছিল তা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাতিল করা হল। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।’