সিলেটে নিজ হাতে শিশুসন্তানকে হত্যা করলেন গর্ভধারিনী মা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ৯:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে গলা টিপে এক শিশুকে হত্যা করেছে তার গর্ভধারিনী মা। ঘটনাটি ঘটেছে নগরীর শাহপরাণ থানা এলাকায়। এই অভিযোগে শিশু হত্যাকারী মাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু হত্যাকারী মা আত্মসমর্পন করলে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
জানা যায়, সিলেট নগরীর শাহপরাণ নিপোবন এলাকার বাসিন্দা প্রবাসী সাব্বির হোসেনের স্ত্রী।
নাজমিন জাহান তার ১ বছর পাঁচ মাস বয়সী শিশুকন্যা সাবিহা হোসেনকে গলা টিপে হত্যা করে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মা কর্তৃক শিশু কন্যাকে হত্যার খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে মা নাজমিন জাহান পুলিশের কাছে আত্মসমর্পন করে।
এবিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।