বালাগঞ্জে স্বতন্ত্রের মোড়কে বিএনপি নেতার জয়!
প্রকাশিত হয়েছে : ৯:৫২:৪৮,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক:
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে বালাগঞ্জে স্বতন্ত্রের মোড়কে উপজেলার ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে বিএনপি নেতা বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য- চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় টানা ভোটগ্রহণ।