বালাগঞ্জ সদরে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:১৭,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২১
জাগির হোসেন, বালাগঞ্জ:
আজ ১১নভেম্বর দীর্ঘ প্রচার প্রচারণা শেষ করে বালাগঞ্জ সদর ইউনিয়নে চলছে শান্তশিষ্ট ভাবে ভোট গ্রহণ। ভোট প্রদান করতে সকাল সাড়ে ৭টা থেকে লাইনে সারিবদ্ধ হয়ে রয়েছেন ভোটাররা। নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত ভোটারদের উপস্থিতি নিয়ে আশংকা থাকলেও সরেজমিনে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিত পরিলক্ষিত হয়েছে।
সিলেটের বালাগঞ্জে ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। উৎসবমূখর পরিবেশে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে প্রায় দু’ডজন চেয়ারম্যান ও ২৪৩জন ইউপি সদস্য ও মহিলা সদস্য প্রার্থীকে নির্বাচিত করবেন ৮৬ হাজার ৯শত ৯৯জন ভোটার।
দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৫৪টি।
ভোটগ্রহণ উপলক্ষে প্রতিটি কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছে অর্ধশত জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে বিচারিক ও নির্বাহী হাকিম। এ ছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।