সিলেটে করোনায় স্বাবলম্বী মাস্ক বিক্রেতারা
প্রকাশিত হয়েছে : ১১:২৮:২৪,অপরাহ্ন ৩১ জুলাই ২০২১
মনোরম আহমেদ:>>
আমির হোসেন। বয়স আঠারো। নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক বিক্রি করে দিনে আয় করছে আটশ থেকে এক হাজার টাকা। এক সময় ইশকুলে লেখাপড়া করতো বলেও জানায় আমির। অভাবের তাড়নায় ছেড়ে দিতে হয়েছে লেখাপড়া। সামনে যে কাজ পায় সে কাজই করে আমির। করোনাকালে ফেরি করে মাস্ক বিক্রি শুরু করে এখন সে স্বাবলম্বী। শুধু আমির নয়, নগরীতে আমিরের মতো আরও অনেক আছেন করোনাকালে কাজ হারিয়ে মাস্ক বিক্রির কাজ নিয়ে এখন স্বাবলম্বী।
আমির জানায়, পড়ালেখা ছেড়ে এই বয়সে দিন আয়ে নানা পেশায় কাজ করেছে। গত মাসখানেক হলো বিভিন্ন নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক বিক্রি করে আসছে। এর জন্য প্রতিদিন ভোরেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
সারাদিন মাস্ক বিক্রিতে ছোটাছুটি করে সন্ধ্যার পর পরই বাড়ি ফেরে। সব খরচ বাদ দিয়ে মাস্ক বিক্রি করে আটশ থেকে এক হাজার টাকা দিনে আয় করছে বলেও জানায় আমির।