ভরা বর্ষায় দোয়ারাবাজারে পানির জন্য হাহাকার কৃষকদের!
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:৩৭,অপরাহ্ন ২৫ জুলাই ২০২১
মনোরম আহমেদ:>>
সুনামগঞ্জের দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানির অভাবে কৃষকরা তাদের জমিতে চারা লাগাতে পারছেন না। বর্ষার মাস শ্রাবণেও যেন পানির জন্য কৃষকদের মাঝে হাহাকার চলছে।
কৃষি বিভাগের হিসাবে এখনো ২৫ ভাগের এক ভাগ জমিতেও কৃষকরা চারা লাগাতে পারেনি। ফলে আমন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে সময়কে কাজে লাগাতে কৃষকরা বীজতলা থেকে চারা তুলে বলান দিয়েছেন; যা পরবর্তীতে তুলে জমিতে লাগানো হবে।
উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের সচেতন চাষী মশাহিদ মিয়া বলেন, আকাশের পানির ওপর নির্ভর করে আমরা চাষ করি। কিন্তু বৃষ্টির পানির অভাবে আমরা চারা লাগাতে পারছি না। আমরা বৃষ্টির পানির জন্য মুখিয়ে আছি।
দেশে ২৪ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস বলেছে। যেহেতু চারা লাগানোর আরও প্রায় ৩ সপ্তাহ সময় রয়েছে। এ সময়েই কৃষি বিভাগের আমন ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে।