বাহুবলে মুজিবশতবর্ষ উপলক্ষে দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩:২১:০৪,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২০
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বাহুবলে মুজিব শতবর্ষ উপলক্ষে দেয়ালপত্রিকাউৎসব , চিত্রাঙ্কন , আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেসরকারি সংস্থা আরডি আরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলার মিরপুর সানশাইন মডেল হাই স্কুলে মুজিব শতবর্ষ উপলক্ষে দেয়াল পত্রিকা উৎসব , চিত্রাঙ্কন , আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় প্রায় ২০০শত শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে ।
দুপুর ৩ঘটিকায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয় । এসময় উপস্থিত ছিলেন আরডি আর এস বাংলাদেশ এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার , হবিগঞ্জ জেলার এলাকা ব্যবস্থাপক মোঃ আজহারুল ইসলাম , সানশাইন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সামছুদ্দিনমিয়া , সানশাইন মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক শারমিন সুমি , গ্রীন পার্ক স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক জুনায়েদ আহমেদ , ওয়ার্ড সদস্য শামীম আহমেদ প্রমুখ ।