ধর্মপাশায় নারীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি বখাটের
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩৯,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে শিব মন্দিরে আসা পূজারী নারীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ইউপি চেয়ারম্যানকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকী দিয়েছে রিফাত মিয়া (২৫) নামে এক বখাটে যুবক।
এ ঘটনায় রবিবার রাতে উপজেলার চামারদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বাদী হয়ে মধ্যনগর থানায় একটি জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২১ শে ফেব্রুয়ারি মধ্যরাতে উপজেলার চামারদানী ইউনিয়নের রামদিঘা গ্রামের শিব মন্দিরে ওই গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা পূজার আয়োজন করেন। গ্রামবাসীর আমন্ত্রণে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না তিনিও ওই মন্দিরে যান পূজা দেখতে। এ সময় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মন্দিরে আসা সনাতন ধর্মাবলম্বী পূজারী একাধিক নারীকে উত্ত্যক্ত করতে থাকে বখাটে রিফাত। এক পর্যায়ে স্থানীয় লোকজন রিফাতের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে এ নিয়ে পূজা মন্ডপের আশপাশে হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিষয়টি শুনে ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না ঘটনাস্থলের দিকে এগিয়ে যান এবং তিনি ওই বখাটেকে আটকিয়ে রেখে তার বাবা বকুল মিয়াকে ঘটনাস্থলে আনিয়ে ছেলেকে তার বাবার হাতে তুলে দেন। এর পরদিন বখাটে রিফাত তার ব্যবহৃত মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে সে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশেরও হুমকি দেয়।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জিডি হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।