হবিগঞ্জে চার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ৫:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের বানিয়াচংয়ে চার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, উপজেলার বালিখাল শ্যামপুর গ্রামের ছাবু রবিদাসের ছেলে ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এরশাদ রবিদাস, সদরের চানপাড়া মহল্লার মজুমদার ঠাকুরের ছেলে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. মাহমুদ ঠাকুর, দেওয়ান দিঘি দক্ষিণপাড় মহল্লার আরকান আলীর ছেলে আট মাসের সাজাপ্রাপ্ত আসামি মনসুর মিয়া, ও হিয়ালা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি আইনুল হক।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, গ্রেফতারদের বিরুদ্ধেই আদালত থেকে বিভিন্ন মামলায় সাজা হয়ে ওয়ারেন্ট জারি করা ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।