নবীগঞ্জে রোগী দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো বৃদ্ধার
প্রকাশিত হয়েছে : ২:১৫:০৯,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চান বিবি নামের (৫৫) এক বৃ্দ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের আ. জব্বার মিয়ার স্ত্রী। দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে।
নিহতের পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একই উপজেলার রায়পুর গ্রামে অসুস্থ ছোট ভাসুরকে দেখতে যান চান বিবি। পরে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে সকালে ঘন কুশায়ার কারনে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বজিনা ব্রিজের নিচে খাদে পড়ে গেলে চান বিবিসহ সিএনজির অপর যাত্রী আহত হন। আহত চান বিবিকে উদ্ধার করে নিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার খবর শুনে চান বিবিকে নিয়ে আসা দুজন লোক হাসপাতালে বারান্দায় চান বিবি লাশ রেখে পালিয়ে যান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর ফিরোজ আহমদ লাশের সুরতাহাল রিপোর্ট তৈরি করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।