হবিগঞ্জে চীনফেরত শিক্ষার্থীর শরীরে মেলেনি করোনার অস্তিত্ব
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৩৭,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জে চীনফেরত শিক্ষার্থী রায়হান আহমেদের শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়নি। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়হান আহমেদ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুন নুরের ছেলে। সে চীনের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী।
ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রোববার রাতে শহরের শায়েস্তনগরের রায়হান আহমেদ নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসকরা তাকে সন্দেহভাজন হিসেবে সদর হাসপাতালে ভর্তি করে।
পরে সোমবার সকালে তার রক্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষার পর রায়হানের শরীরে করনোভাইরাসের কোনো ধরনের অস্থিত্ব নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার জানান, রায়হান আহমেদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরইমধ্যে সে বাড়ি চলে গেছে।