মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর মৃত্যুর খবর গুজব
প্রকাশিত হয়েছে : ৮:২৮:২৮,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক:
দেশ বরেণ্য প্রখ্যাত আলেম মাওলানা হাফিজ জুবায়ের আহমেদ আনসারীর মৃত্যুর খবর গুজব।
জুবায়ের আহমদ আনসারী সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানান মাওলানা আতাউল্লাহ আমীন।
মাওলানা হাফিজ জুবায়ের আহমেদ আনসারী ক্যান্সারে আক্রান্ত। তবে বিগত দিনের চেয়ে আজ উনার শারিরীক অবস্থা ভালো। দেশ বরেণ্য এই প্রখ্যাত আলেমের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, মাওলানা হাফিজ জুবায়ের আহমেদ আনসারী মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ ছড়ানো হয়। এতে সর্বমহলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।