হবিগঞ্জে দুই হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জে অপরিচ্ছন্ন ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অভিযোগে দুই হোটেলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শহরের পুরাতন পৌরসভা রোড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
তিনি জানান, পুরাতন পৌরসভা রোডের জহুর আলী রেস্তারা ও পানসী হোটেলে অভিযানকালে অপরিচ্ছন্নতা ও মেয়াদোত্তীর্ণ কিছু মালামাল পাওয়া যায়। এর প্রেক্ষিতে ওই দুই হোটেলের মালিককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই এলাকার সনত মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।