বিশ্বজয়ী সাকিবকে ফুল দিয়ে বরণ করল বালাগঞ্জবাসী
প্রকাশিত হয়েছে : ৮:০৭:৩৪,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০
জাগির হোসেন,বালাগঞ্জ
বিশ্বজয়ী সিলেটের বালাগঞ্জের তানজিম হাসান সাকিব আজ জন্মস্থানে এসেছেন। এসময় বালাগঞ্জ সদরের বিভিন্ন পেশার মানুষ বালাগঞ্জের কৃতি সন্তান কে ফুল দিয়ে বরন করে নেন।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিলেট এম.এ.জি ওসমানী অান্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান। তারপর সিলেট ও ওসমানীনগরের নেতৃবৃন্দ এবং ওসমানীনগর বাসী তাঁকে বরন করেন। ক্রমধারায় বালাগঞ্জের কৃতি সন্তান বিশ্বজয়ী সাকিব কে ঢাকা টু সিলেট মহাসড়কের তাজপুর কদমতলী(বালাগঞ্জী রাস্তার মুখ) থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে বালাগঞ্জে নিয়ে অাসা হয়।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন’র পরিচালনায় বরন অনুষ্টানে উপস্থিত ও বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা অা’লীগের সাধারণ সম্পাদক,উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক, বোয়ালজুর ইউপির চেয়ারম্যান অানহার মিয়া। তিনি বলেন, তৎকালীন সময়ে সারা বাংলাদেশ সহ বিশ্বে বালাগঞ্জে সুনাম অর্জন করেছিলেন জেনারেল এম.এ.জি ওসমানী। অার অর্ধশত বৎসর পর অাবার সুনাম কুড়িয়ে অানলেন, বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে অলরাউন্ডার বালাগঞ্জের তানজিম হাসান সাকিব।
এসময় সাকিবকে বরণ করেন জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহী, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস্, উপজেলা অা’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি, উপজেলা ক্রীড়াসংস্থান অতিরিক্ত সম্পাদক, জুনেদ মিয়া,পূর্ব পৈলনপুর ইউপির চেয়ারম্যান মতিন মিয়া, বালাগঞ্জ ইউপির চেয়ারম্যান মুনিম মিয়া।
অারও, উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক সাহাব উদ্দিন শাহিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাংবাদিক কালজ মিয়া, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাগির হোসেন(জাকির)ও দলীয় নেতৃবৃন্দ সহ বালাগঞ্জ বাসী।